ইসির রোডম্যাপ রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবেনা : বিএনপি
নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে সমঝোতার আগে ইসির রোডম্যাপ কোনো রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজ কক্ষে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় সরকারকে সহায়ক সরকার নিয়ে আলোচনায় বসার আহ্বানও জানান বিএনপির এই নেতা।
এর আগে, সেখানে এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঘোষিত রোডম্যাপ নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। একই সাথে সাংবিধানিক ও আইনগত ক্ষমতা থাকা সত্তে¡ও ইসি এখন পর্যন্ত তার যথাযথ প্রয়োগ দেখাতে পারেনি বলেও অভিযোগ করেছে দলটি।
Leave a Reply