Radio Today's News, Latest News

বা�শবাড়ি বস�তিতে অগ�নিকান�ডে প�ড়ে গেছে দেড় শতাধিক ঘর

রেডিওটুডে নিউজঃ

রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। গতরাত তিনটার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের তৎপরতায় ভোর ৫টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এদিকে, এই মৌসুমে অগ্নিকান্ডের ঘটনা বেশি ঘটে উলে¬খ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের ফায়ার সার্ভিসে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী থাকায় ক্ষয়ক্ষতি অনেকাংশেই কম হচ্ছে। সকালে মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

পাঠকের মন্তব্যঃ

আরও খবরঃ

Videos