Radio Today's News, Latest News

ভারতের উত�তর প�রদেশের মূখ�যমন�ত�রী হিসেবে আজ শপথ নিচ�ছেন আদিত�য নাথ

রেডিওটুডে নিউজঃ

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন কট্টর হিন্দুবাদী নেতা ও টানা পাচঁবারের সংসদ সদস্য বিজেবি নেতা যোগী আদিত্য নাথ। লক্ষ্মৌর শ্রীমতি উপভবন কমপ্লেক্সে অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর সোয়া দুইটায়। একই সময় মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নেবেন অন্য মন্ত্রীরাও।


এনডিটিভি জানায়, মুখ্যমন্ত্রী পদের জন্য রাজনাথ সিংহ, মনোজ সিনহা, কেশবপ্রসাদ মৌর্য, সতীশ মাহানার মতো নেতাদের নাম শোনা গেলেও, শনিবার বিকেলে উত্তর প্রদেশের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকের পর আদিত্য নাথের নাম ঘোষণা করে বিজেপি।

পাঠকের মন্তব্যঃ

আরও খবরঃ

Videos