Radio Today's News, Latest News

মার�কিন শ�রমমন�ত�রী পদ থেকে নিজেকে প�রত�যাহার করে নিলেন প�জডার

রেডিওটুডে নিউজঃ

মার্কিন শ্রমমন্ত্রী পদের মনোনয়ন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ড্রু পুজডার। স্থানীয় সময় বুধবার মনোনয়ন প্রত্যাহার করে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সমর্থন করলেও তার প্রশাসনের হয়ে কাজ করবেন না বলে তিনি জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। পুজডার বলেন, অনেক বিবেচনা করে এবং পরিবারের সাথে আলোচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সিনেটের সদস্যদের ভোটে তিনি ওই পদে নির্বাচিত হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। এর আগে গত সোমবার রাশিয়ার একজন কূটনীতিকের সাথে গোপনে যোগাযোগের অভিযোগে তীব্র সমালোচনার মুখে, ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মাইকেল ফ্লিন।

পাঠকের মন্তব্যঃ

আরও খবরঃ

Videos