Radio Today's News, Latest News

পানির ন�যায�য হিস�যা আদায়ে সরকারকে জাতিসংঘে যাওয়ার আহ�বান ফখর�লের

রেডিওটুডে নিউজঃ

তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে জাতিসংঘে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের আইন সম্মত পাওনা দিতেই হবে, এটি কারো দয়া নয়। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশে এখন সংকটময় পরিস্থিতি বিরাজ করছে; তাই সংকট উত্তরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই। 

পাঠকের মন্তব্যঃ

আরও খবরঃ

Videos