Radio Today's News, Latest News

প�রতিবন�ধীদের পেছনের সারিতে রেখে দেশের টেকসই উন�নয়ন সম�ভব নয় : প�রধানমন�ত�রী

রেডিওটুডে নিউজঃ

প্রতিবন্ধীদের পেছনের সারিতে রেখে কোন দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিবন্ধীদের বিশেষ গুরুত্ব দিতে বিশ্ব নেতাদের প্রতি আহাবান জানিয়েছেন। ভুটানের রাজধানী থিম্পুতে অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী সেশনে দেয়া বক্তব্যে একথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে থিম্পুতে বাংলাদেশ দূতাবাস ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি। 


ভুটানে রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন থিম্পুতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম এ্যান্ড নিউরো ডেপলপমেন্ট ডিসঅর্ডাস শীর্ষক সম্মেলন ২০১৭’এর উদ্বোধনী অনুষ্ঠানে। এসময় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই প্রতিবন্ধিদের জন্য নেওয়া তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। 


প্রতিবন্ধিদের বিশেষ গুরত্ব দিয়ে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজের কোন শ্রেনীর জনগোষ্ঠিকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব নয়। পরে বেলা এগারোটায় শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ভুটানে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে অটিজম বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। এছাড়া সন্ধ্যায় ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুকের দেয়া নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 

পাঠকের মন্তব্যঃ

আরও খবরঃ

Videos