Radio Today's News, Latest News

সৌদিতে অবৈধভাবে অবস�থানকারীদের নিজ দেশে ফিরতে ৯০ দিন সময়

রেডিওটুডে নিউজঃ

ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবৈধভাবে যারা সৌদি আরবে অবস্থান করছেন, তাদের বিনা শাস্তিতে দেশে ফিরতে ৯০ দিনের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। সৌদি গেজেটের এক খবরে বলা হয়, সৌদি উপপ্রধানমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নায়িফ রোববার ‘এ নেশন উইদাউট ভায়োলেটরস’ কর্মসুচির উদ্বোধন করে তিন মাসের ওই সাধারণ ক্ষমার ঘোষণা দেন।


আগামী ২৯ শে মার্চ থেকে এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে। যারা এই সুযোগ নেবেন ভবিষ্যতে কাজ নিয়ে আবারো বৈধভাবে সৌদিআরবে আসার সুযাগ পাবেন তারা। নিয়ম অনুযায়ী অবৈধ অভিবাসী ধরা পড়লে জরিমানা বা শাস্তির মুখোমুখি হতে হয় সৌদি আরবে।


পাশাপাশি আঙ্গুলের ছাপও রেখে দেয়া হয় যাতে ভবিষ্যতে কাজ নিয়ে দেশটিতে আর আসতে না পারে। কিন্তু এই সাধারণ ক্ষমার সুযোগ যারা নেবেন তাদের আঙ্গুলের ছাপ নেয়া হবেনা বলে জানান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল তুর্কি।

পাঠকের মন্তব্যঃ

আরও খবরঃ

Videos