Radio Today's News, Latest News

সেমিফাইনালের টিকিট পেয়েছে রিয়াল মাদ�রিদ ও অ�যাথলেটিকো মাদ�রিদ

রেডিওটুডে নিউজঃ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের টিকিট পেয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে গতরাতে অনুষ্ঠিত খেলায় পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ৪-২ গোলে হারায়  রিয়াল মাদ্রিদ। এরফলে দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে জিতে সেমিফাইনালে পা রাখে জিনেদিন জিদানের শীষ্যরা। রিয়ালের পক্ষে অপর গোলটি করেন মার্কো অ্যাসেনসিও। আর বায়ার্নের পক্ষে ব্যবধান কমান রবার্ট লেভানডফস্কি ; অপর গোলটি ছিল আত্মঘাতি। একই লিগের অন্য কোয়ার্টার ফাইনালে লেস্টার সিটির সাথে ১-১ গোলে ড্র করে দুুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে সেমিতে উঠে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদও। এদিকে, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ রাত পৌনে ১টায় জুভেন্টাসের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রথম লেগে ৩-০ গোলে হারা বার্সেলোনাকে, সেমিফাইনালে উঠতে হলে আজ জিততে হবে অন্ত ৪-০ গোল ব্যবধানে। খেলাটি সরাসরি স¤প্রচার করবে টেন টু।  

পাঠকের মন্তব্যঃ

আরও খবরঃ

Videos