Radio Today's News, Latest News

ঘানায় বিশাল গাছ উপড়ে ২০জন নিহত

রেডিওটুডে নিউজঃ

ঘানার ব্রোং আহাফো অঞ্চলের পর্যটন স্পট কিনট্যাম্পো জলপ্রপাতে বিশাল একটি গাছ উপড়ে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। নিহতদের সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা সেখানে শিক্ষাসফরে গিয়েছিলো।


বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার বিকেলে ঝড়ো বাতাসে একটি গাছ জলপ্রপাতের উপর থেকে নিচে পানিতে সাতাররত লোকজনের উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই  ১৮ জন এবং হাসপাতালে নেয়ার পর আরো ২জন মারা যায় বলে জানান ঘানার দমকল বিভাগের মুখপাত্র প্রিন্স বিলি অ্যাঙ্গলাতি।

পাঠকের মন্তব্যঃ

আরও খবরঃ

Videos