Radio Today's News, Latest News

উচ�চগতি সম�পন�ন রকেট-ইঞ�জিনের পরীক�ষা চালিয়েছে উত�তর কোরিয়া

রেডিওটুডে নিউজঃ

উচ্চগতি সম্পন্ন রকেট-ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার সেদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, নতুন এ রকেট ইঞ্জিনের পরীক্ষাকে ঐতিহাসিক ও নিজ দেশের রকেট ইন্ডাস্ট্রির ‘নতুন জন্ম’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট কিম জং উন।


ইঞ্জিনটি বিশ্বমানের স্যাটেলাইট উৎক্ষেপনের সক্ষমতা অর্জনে সহায়তা করবে বলেও জানান তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের এশীয় সফরের অংশ হিসেবে চীন সফরকালে ওই পরীক্ষা চালানোর ঘোষণা দিলো উত্তর কোরিয়া।


স্থানীয় সময় আজ রোববার চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে বৈঠকে, উত্তর কোরীয়ার পারমানবিক ইস্যুতে একসাথে কাজ করার কথা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী।

পাঠকের মন্তব্যঃ

আরও খবরঃ

Videos